রাস্তা পেরোতে বিপত্তি! বৃদ্ধাকে গাড়ির ধাক্কা মেরে গ্রেফতার গাড়িচালক

0
2

দুপাশ থেকে দুটি গাড়ি। রাস্তা পার হতে গিয়ে তারই একটির ধাক্কায় আহত বৃদ্ধা। ঘটনায় গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (Kolkata Corporation) ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ (Rabindra Sarobar PS)। যদিও পরে তাকে জামিন দেওয়া হয়। আহত বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)।

বিবেকানন্দ পার্কের কাছে লেক কালীবাড়ির সামনে সার্দার্ন অ্যাভেনিউতে ঘটে দুর্ঘটনাটি। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (councilor) মিতালি বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর দুই ছেলে ভোর বেলা চায়ের দোকানে চা খেয়ে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর ছোট ছেলে শুদ্ধসত্ত্ব। সেই সময় লেক কালীবাড়ির কাছে এক বৃদ্ধা রাস্তা পেরোচ্ছিলেন। উল্টোদিক থেকেও একটি গাড়ি আসছিল। বৃদ্ধা হতচকিত হয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ায় ধাক্কা লাগে কাউন্সিলরের ছেলের গাড়িতে। সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে প্রথমে শিশুমঙ্গল হাসপাতাল ও পরে এসএসকেএমে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে বৃদ্ধার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। দুর্ঘটনায় দায়ী হিসাবে গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হল রবীন্দ্র সরোবর থানায় (Rabindra Sarobar PS)। সেই গাড়িতে পুরসভার কাউন্সিলরের (councilor) প্লেট যেমন লাগানো ছিল। তেমনই ছিল রক্তের দাগও। গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে কাউন্সিলর মিতালী দাবি করলেও পুলিশের তরফ থেকে যথাযথ তদন্ত শুরু হয়েছে। শুদ্ধসত্ত্বকে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্টোদিক থেকে আসা গাড়িরও খোঁজ চলছে। তবে তদন্ত চলাকালীন বুধবারই তার জামিন মঞ্জুর হয়।