বিয়ের ২৯ বছর পর ডিভোর্সের পথে অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এআর রহমান ও স্ত্রী সায়রা বানু। বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রহমান এবং সায়রার আইনজীবী একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন। কিন্তু কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত? রহমানের স্ত্রীর দাবি, এই সম্পর্কের মধ্যে নানা যন্ত্রণা সইতে হচ্ছিল। যা তাঁর পক্ষে সয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। সেই কারণেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তাঁরা।

১৯৯৫ সালে বিয়ে করেন এ আর রহমান এবং সায়রা বানুর। দম্পতির তিনটি সন্তান রয়েছে- খাতিজা, রহিমা, আমিন। দেখতে দেখতে দীর্ঘ ২৯টা বছর কাটিয়েছেন একসঙ্গেVV তবে এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত। সায়রা বানু জানিয়েছেন, ২৯ বছর তাঁরা সংসার জীবন করেছেন। বিয়ের এতগুলি বছর কাটানোর পর, এআর রহমানের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যথা আর যন্ত্রণা থেকেই সম্পর্কে ঘূণ ধরেছে।এসেছে মানসিক চাপ। তারপরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে তিনি এই কঠিন সময়ে সকলের কাছে, তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতি গোপনিয়তা বজার রাখার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- হেলমেট ছাড়া রাস্তায়! তিন বাইক আরোহীকে কান ধরিয়ে ওঠবস করালেন খোদ মন্ত্রী!




































































































































