কয়েকদিন আগে সল্টলেকে রেষারেষির জেরে এক ছাত্রের প্রাণ গিয়েছে। দুটি বাসকেই আটক করে পুলিশ। কিন্তু তদন্ত করতে গিয়ে বাস দু’টির বিরুদ্ধে জমে থাকা মামলার সংখ্যা দেখে তাজ্জব পরিবহণ দফতরের আধিকারিকরা।পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দু’টি বাসের বিরুদ্ধে ১২৬টি মামলা রয়েছে। এসব দেখে শুনে এবার কড়া হাতে এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ নভেম্বর মায়ের স্কুটারে চেপে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সল্টলেক ২ নম্বর গেটে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। মৃতের বাবা বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।তিনি অভিযোগপত্রে জানান, ২১৫ এ/১ রুটের দু’টি বাসের রেষারেষি চলছিল। সেই রেষারেষির ফলে একটি বাস ধাক্কা দেয় স্কুটারে। তাতেই তার পুত্রের মৃত্যু হয়েছে।এরপরই পুলিশে ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। দু’টি বাসের চালককেও গ্রেফতার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দু’টি বাসের মালিক একজনই।
আটক করা প্রথম বাসের বিরুদ্ধে ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে ৫৮টি সাইটেশন এবং চারটি কম্পাউন্ড কেস। অন্য বাসটির বিরুদ্ধে ৬৪টি মামলা রয়েছে।পুরো বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না পরিবহণ দফতর।কড়া হাতে মামলাগুলি নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।






































































































































