আমি সবসময় খারাপ সন্তান ছিলাম, থাকব! হঠাৎ করে সমাজমাধ্যমে কেন হাহাকার অরিজিতের

0
3

সঙ্গীতজগতের এক নক্ষত্রের নাম অরিজিৎ সিং (Arijit Singh)। সমাজমাধ্যমে যা পোস্ট করেন নিমেষেই ভাইরাল হয়। অনেক বিষয় নিয়েই পোস্ট করেন তিনি। তবে, সম্প্রতি তাঁর পোস্ট ঘিরে প্রবল শোরগোল। অরিজিতের এক্স হ্যান্ডেলে দুটি প্রোফাইল রয়েছে। ভেরিফায়েড প্রোফাইল ছাড়াও একটি প্রাইভেট প্রোফাইল রয়েছে যার নাম @atmojoarjolojo(who am i)। প্রাইভেট প্রোফাইলটি থেকে অরিজিৎ লেখেন, “আমি সবসময়ই খারাপ সন্তান ছিলাম এবং থাকব। আমার মাকে আমি কখনোই সুখ দিতে পারিনি। আমি তাঁকে ভালোবাসতাম এবং সবসময়ই ভালোবাসবো। কিন্তু নিজের ভুল থেকে আর শিক্ষা নিতে পারলাম না কারণ মা আর নেই।“ এই লেখার পরেই অরিজিৎপ্রেমীরা শিল্পীর এই লেখার কারণ খুঁজতে শুরু করেন।

ওই পোস্টের ঠিক পরেই আবার একটি পোস্ট করেন অরিজিৎ (Arijit Singh)। যার শেষ দুটি লাইনে তিনি লিখছেন, “আমি সবসময় একটা রাক্ষস ছিলাম যে নিজের মাকে কষ্ট দিয়েছে।“ আসল ঘটনা হচ্ছে, মায়ের আদরের ছেলে অরিজিৎ মায়ের মৃত্যুকে মেনে নিতে পারেননি। ২০২১ সালে কোভিডকালে অদিতি সিং করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোগমন করেন। মৃত্যুর আগে বেশ কিছুদিন তাঁকে একমো সাপোর্টে রাখা হয়। বিষাদের জেরে সেই ঘটনা নিয়েই নিজেকে দুষছেন শিল্পী। জানা যায় অদিতি ছেলে অরিজিৎকে ছেলেবেলা থেকেই কোন কিছুতে বাঁধা দিতেন না। অরিজিতের প্রথম সঙ্গীত গুরুও তিনিই।

আরও পড়ুন- মোরবিতে মৃতের স্তূপ জমানো শিল্পপতিকে সংবর্ধনা! গুজরাটে মাপা হল মোদকের ওজনে