জঙ্গলের অধিকার জনজাতিদের হাতেই থাকা উচিত। আদিবাসীদের জমি এখন আর কেউ কাড়তে পারবে না। শুক্রবার বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী আয়োজিত অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, তৃণমূল আমলেই আদিবাসীদের জমির অধিকার সুনিশ্চিত হয়েছে।

শুক্রবার, উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরেই সরাসরি রাজারহাটের (Rajarhat) আদিবাসী ভবনের অনুষ্ঠানে যোগ দেন মমতা (Mamata Banerjee)। তিনি জানান, সপ্তাহব্যাপী কলকাতার পাশাপাশি রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্মের সার্ধ শতবর্ষ উৎসব পালিত হবে। অনুষ্ঠান চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। আগামী প্রজন্মের কাছে বিরসা মুন্ডার অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী জানান, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। মমতার কথায়, “তাঁর আপোষহীন সংগ্রামের জন্যই তিনি বিরসা ভগবান নামে পরিচিত। তাঁর আন্দোলন দেখে আজকের মানুষ যাতে অনুপ্রাণিত হন, সেদিকে জোর দিয়েছে রাজ্য।“
এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলের অধিকার জনজাতিদের হাতেই থাকা উচিত। তিনি জানান, “এখন আর আদিবাসীদের জমি কেউ কাড়তে পারে না। আমাদের সরকারই জঙ্গলের অধিকার সেখানকার আদিবাসী মানুষদের হাতে পাকাপাকিভাবে তুলে দিয়েছে।“ বন্য অধিকার আইনের মাধ্যমে প্রায় ৪৯ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা এবং ৮৫১ কমিউনিটি পাট্টা দেওয়া হয়েছে। মমতা জানান, “রাজ্যে ২১ লক্ষ ৬২ হাজার ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। সাঁওতালি ভাষাকে আমরাই স্বীকৃতি দিয়েছি। আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে অনেক আইসিডিএস সেন্টার করা হয়েছে। সেলফ হেল্প গ্রুপের জন্য টাকা দিয়েছি।“ ঝাড়গ্রামে কবি সাধু রামচাদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে কলেজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, “এখন ওরা বিনামূল্যে রেশন পায়। আগে ঠিকমতো খেতে পেত না। ১ কোটি ৬২ লক্ষের বেশি কাস্ট সার্টিফিকেট দিয়েছে আমাদের সরকার।“
এদিন আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী ধামসা, মাদল তুলে দেন মুখ্যমন্ত্রী। আদিবাসী ছেলেমেয়েদের ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করেন। মমতার কথায়, “গর্ব করে বলতে পারি আগামী দিনে এরা অলিম্পিক জিতবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা না পেলেও আমার আদিবাসী ভাই-বোনেরা সেই আশা পূরণ করবেই।“






































































































































