কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে নিরাপত্তায় চমক শিয়ালদহ ডিভিশনের

0
4

বারাউনির ঘটনা নিয়ে তোলপাড় দেশ। রেল কর্মীরা কি আদৌ সুরক্ষিত-উঠছে নানা প্রশ্ন। এই আবহে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে চমক দিল শিয়ালদহ ডিভিশন। মাত্র ২০ হাজার টাকায় সুরক্ষিত ব্যবস্থা চালু রেলের।শিয়ালদহের রেল আধিকারিকদের নির্দেশনায় একটি অত্যাধুনিক রিমোট শান্টিং মনিটরিং সিস্টেম রেল প্রযুক্তিতে যুক্ত হল।

যার নামকরণ করা হয়েছে “FOCUS”

দশটি গুরুত্বপূর্ণ স্টেশনে শান্ট ম্যান এবং তাদের কার্যকলাপের সার্বক্ষণিক নজরদারির জন্য অত্যাধুনিক ক্যামেরা, ইনফ্রারেড নাইট ভিশন এবং টকব্যাক ক্ষমতা দিয়ে সজ্জিত, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে রিয়েল-টাইম ফুটেজ প্রদানের জন্য দক্ষতার সঙ্গে ইনস্টল করা হয়েছে। এই উন্নত নজরদারি ব্যবস্থা নিয়ন্ত্রণ কক্ষে শান্টিং অপারেশনগুলি সতর্কতার সাথে নিরীক্ষণ করতে, সক্রিয়ভাবে সম্ভাব্য ঝুঁকিগুলি শনাক্ত করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে।

এছাড়া, কন্ট্রোল রুম এবং অন-সাইট কর্মীদের মধ্যে রিয়েল-টাইম যোগাযোগের চ্যানেল যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দিতে সাহায্য করবে।মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে এই উন্নত প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব হয়েছে।