অভিষেকের উদ্যোগ: ৬ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে মুচিশা গ্রামীণ হাসপাতালে চালু OT তৈরির কাজ

0
9

মুর্শিদাবাদের বড়ঞার ক্যান্সার আক্রান্তের পাশে দাঁড়ানোর পরের দিনই ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে শুরু হল মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের অপারেশন থিয়েটারের কাজ। সাতগাছিয়া, বজবজের বিস্তীর্ণ এলাকার মানুষ এই গ্রামীণ হাসপাতালের (Rural Hospital) উপর নির্ভরশীল। এতদিন হাসপাতালে ওটি না থাকায় বহু রোগীকেই কলকাতায় নিয়ে আসতে হত। এই উদ্যোগে স্বস্তিতে স্থানীয়রা।

মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল স্থানীয়রা। কলকাতায় যাওয়ার পথে বেশিরভাগ সময়েই সমস্যায় পড়তে হয় রোগীদের। ভোগান্তির শেষ থাকে না প্রসূতিদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। চালু হল অপারেশন থিয়েটার তৈরির কাজ। ৬ কোটি ৩২ লক্ষ টাকা দেওয়া হয়েছে‌। স্থানীয় বাসিন্দারা জানান, যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই এই হাসপাতালের অনেক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের কথা শুনেই এই হাসপাতালে অপারেশন থিয়েটার তৈরির কাজ শুরু করেছেন। তাই আমাদের সংসদকে ধন্যবাদ জানাচ্ছি।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মানবিক পদক্ষেপের আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। সোমবারই জনদরদী জনসেবক হিসেবে মুর্শিদাবাদের বড়ঞার ক্যান্সার আক্রান্ত পঙ্কজ ঘোষের পাশে দাঁড়ান তিনি। দীর্ঘ রোগভোগে সহায়-সম্বলহীন পঙ্কজ ঘোষের চিকিৎসার খরচ তুলে দেন স্থানীয় দলীয় নেতৃত্বের মাধ্যমে।