বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত, বাংলায় হবে প্রতিবাদ! অনুমতি হাইকোর্টের

0
4

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আসার পর সেই অত্যাচারের সীমা আর বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশের হিংসার ঘটনায় এপার বাংলায় হবে প্রতিবাদ। বাংলার সরকার সর্বদা সংখ্যালঘুদের সম্মান দেয়, তাদের পাশে থাকে। কিন্তু প্রতিবেশী দেশে ঘটছে ঠিক উল্টোটা। তাই মিছিল করে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে কলকাতা। মঙ্গলবার সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে পুলিশের নির্ধারিত জায়গাতেই করতে হবে এই মিছিল। প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় প্রয়োজনে পুলিশ লাঠিচার্জ করতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার ক্রমেই বাড়ছে। প্রতিবাদে এপার বাংলায় প্রতিবাদ মিছিল করতে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিল গোবর্ধন গিরি চ্যারিটেবল ট্রাস্ট। পুলিশ অশান্তি এড়াতে অনুমতি দেয়নি মিছিলর। তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে ট্রাস্ট। তারপরই আদালত জানিয়ে দেয়, মিছিল করতে পারবে কিন্তু তা করতে হবে নির্ধারিত জায়গায়।

রানি রাসমণি অ্যাভিনিউ, লেনিন সরণি, এজেসি বোস রোড, লোয়ার সার্কুলার রোড, বেকবাগান মোড় হয়ে ওই প্রতিবাদ মিছিল পৌঁছবে বাংলাদেশ হাই কমিশনের অফিসে। মিছিলের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। বিচারপতি জানান, নির্দিষ্ট রুটেই মিছিল যাবে। পুলিশকে সতর্ক থাকতে হবে। পরিস্থিতি অনিয়ন্ত্রিত হলে পুলিশকে লাঠি চালানোর অনুমতিও দিয়েছে হাইকোর্ট। বেলা ১২টা থেকে বিকেল ৪.১৫-র মধ্যে শেষ করতে হবে মিছিল। এক হাজারের বেশি জমায়েত করা যাবে না।

আরও পড়ুন- সুপারি কিলার দিয়ে খুন তৃণমূল নেতা! নির্বাচনমুখী বসিরহাটে অভিযুক্ত বিরোধীরা