সদ্যোজাতকে জীবন্ত কবর দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধেই! চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে

0
2

শিশুকন্যাকে জীবন্ত কবর দেওয়ার অভিযোগ! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুকন্যাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে উঠে আসে লোকলজ্জার ভয়ে সদ্যোজাতকে খুন করেছেন তার মা-ই। তবে প্রাথমিকভাবে সদ্যোজাত খুনের ঘটনা হলেও এর নেপথ্যে উঠে এসেছে ভয়ংকর তথ্য। জানা গিয়েছে, ওই মহিলার তিন মেয়ে ও দুই পুত্র রয়েছে। বর্তমানে ওই মহিলার এক মেয়ে ও তিনি নিজে একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মা ও মেয়ে দুজনেই একই সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ায় মা হিসেবে তিনি লজ্জিত হন। এর পরই সামাজিক লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে নিজেই সদ্যোজাতকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন ও তাকে জ্যান্ত পুঁতে দেন। পুলিশ জানিয়েছে, মহিলা নিজেই এই ঘটনার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে সদ্যোজাতকে খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকজন।

আরও পড়ুন- গৃহবধূর উপর হিংসাতেও চুপ! ডমেস্টিক ভায়োলেন্সের ‘নতুন সংজ্ঞা’ বোম্বে হাইকোর্টে