শহরে ধর্না করার জায়গা নিয়ে রাজ্যকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ আদালতের

0
2

নবান্নের বাসস্ট্যান্ডের সামনে ধর্না করতে চেয়ে পুলিশে আবেদন জানিয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই গ্রুপ ডি ঐক্য মঞ্চর ধর্নার আবেদন মঞ্জুর করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘শহরের কোথায় কোথায় ধর্না করা যাবে কোথায় যাবে না এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত রাজ্য সরকারের। এ ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইনও করে দেওয়া উচিৎ সরকারের।’

আসলে আগামী ১১-১৩ নভেম্বর নিজেদের দাবি দাওয়া নিয়ে নবান্নের সামনে দিবারাত্রি টানা ধর্না অবস্থান করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি দেয়নি। মামলা গড়িয়েছিল আদালতে। এদিন রাজ্যের আইনজীবী আদালতে বলেন, নবান্নের বাসস্টপ ওটা। ওখানে রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।বিচারপতির পর্যবেক্ষণ,এরা তো রাজনৈতিক পার্টি নয়।পুলিশের বাধা দেওয়ার অধিকার নেই। বিচারপতি আরও বলেন, ‘অন্য কোনও জায়গায় ধর্না করা যায় কি? যেখানে থেকে পাঁচ জন এসে নবান্ন ডেপুটেশন জমা দিয়ে যাবে। মুখ্য সচিব সেই ডেপুটেশন নেবেন।’ আবেদনকারীদের আইনজীবী জানান, রাজ্য নয়, এ ব্যাপারে আদালতই জায়গা ঠিক করে দিক। এ সময় বিচারপতি জানান, ‘নবান্ন বাস স্ট্যান্ডের সামনে নয়, আন্দোলনকারীরা ধর্না করতে পারবে মন্দিরতলা বাস স্ট্যান্ডের সামনে। কর্মসূচি শেষে পাঁচজন নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে পারবেন। জানাতে পারবেন তাদের দাবি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.