কফিশপে প্রাক্তন প্রধানমন্ত্রী! সুনককে দেখে হৈচৈ বেঙ্গালুরুতে

0
4

পরিচিত কফিশপে ঢুকে হঠাৎই প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে (former British Prime Minister) দেখে হতবাক ক্রেতারা। কেউ দূর থেকে ছবি তুললেন, কেউ বা নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। বেঙ্গালুরুর (Bengaluru) খ্যাতনামা কফিশপে কফি খেতে ঢুকে এভাবেই হৈচৈ ফেলে দিলেন ঋষি সুনক (Rishi Sunak) ও স্ত্রী অক্ষতা মূর্তি (Akshata Murthy)।

সম্প্রতি ভারত সফরে এসেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi SUnak)। বেঙ্গালুরুর গুরু রাঘবেন্দ্র মঠে পুজো দিতে দেখা যায় সস্ত্রীক প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। উপস্থিত ছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি (Narayan Murthy) ও স্ত্রী সুধা মূর্তিও (Sudha Murthy)।

তবে কফিশপে (coffee shop) সস্ত্রীক সুনককে দেখে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। সাধারণ ক্রেতার মতো স্ত্রীর সঙ্গে আলোচনা করে কফির অর্ডার দেন। তারপর রিল্যাক্স মুডে টেবিলে বসেন। পরণে ক্রিস্প সাদা শার্ট আর কালো ট্রাউজার। স্ত্রী অক্ষতার পরণে স্লেট রঙের কুর্তা। সাজেও নেই কোনও আতিসজ্য। এহেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেখে বেঙ্গালুরুর নাগরিকদের তাজ্জব হওয়াই স্বাভাবিক।