তৃণমূলে কলকাতা জেলা বাদে বাকি সাংগঠনিক রদবদলের জল্পনা উস্কে দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। এবার নেত্রী সিদ্ধান্ত নেবেন“

বৃহস্পতিবার, অভিষেকের জন্মদিন। সেই উপলক্ষ্যে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কেক কাটার পরে কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতা করেন তিনি। সেখানে অভিষেক (Abhishek Bandyopadhyay) স্পষ্ট জানান, দলে পদ বা টিকিট পাওয়ার ক্ষেত্রে পারফর্মেন্সই শেষ কথা। তাঁর কথায়, “২০২৬ তৃণমূলের লক্ষ্য-আনুগত্য নয়, সংগঠনে পারফরম্যান্স শেষ কথা।“
অভিষেক জানান, লোকসভা ফলাফলের নিরিখে কলকাতা বাদ দিয়ে রাজ্যের পিছিয়ে থাকা এলাকায় সাংগঠনিক রদবদলের তালিকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেত্রী। শুধু তাই নয়, পারফর্মেন্সের ভিত্তিতে বেশ কিছু সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করা উচিত বলেও নেত্রীকে নোট পাঠিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়- জানান অভিষেক।







































































































































