লড়াই জারি থাকবে: পরাজয় স্বীকার করেও সমর্থকদের সামনে দৃঢ় কমলা হ্যারিস

0
4

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ডেমোক্রাটদের বিপরীতে গেলেও লড়াই যে এখানেই শেষ হচ্ছে না, তারই বার্তা দিলেন কমলা হ্যারিস (Kamala Harris)। আমেরিকার প্রতিশ্রুতিতে হতাশায় কখনই নিয়ে যেতে দেবেন না তিনি, এমন বার্তা দিয়ে অনুগামীদের হতাশ না হয়ে লড়াই জারি রাখার আর্জি জানালেন। সেই সঙ্গে রাষ্ট্র নির্মাণে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) সহযোগিতার প্রতিশ্রুতিও দিলেন পরাজিত মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী।

টানা ১০৭ দিনের প্রচার ও নির্বাচনী লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ভূতপূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (DOnald Trump)। কিন্তু পরাজয়েও জমি ছাড়তে নারাজ কমলা হ্যারিস (Kamala Harris)। কারণ বিপুল জনসমর্থন পেয়ে ট্রাম্পকে জোর প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছিলেন তিনি। রাষ্ট্রপতি পদে যেখানে ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প সেখানে ৪৭ শতাংশ ভোট পেয়েছেন হ্যারিস। ফলে তাঁর প্রতি জনসমর্থনের প্রতিও মুখ ফিরিয়ে থাকতে পারেননি তিনি পরাজয়ের পরে।

সমর্থকদের সামনে কমলার স্পষ্ট বার্তা, “পরাজয় স্বীকার করছি কিন্তু লড়াই ছাড়ছি না যা এই প্রচারকে রশদ জুগিয়েছে।” তিনি জানান, “আমরা যা চেয়েছি, যে লড়াই করেছি, যা ভোটে প্রয়োগ করেছি সেই ফলাফল নির্বাচনের শেষে পাইনি। কিন্তু আমেরিকার প্রতিশ্রুতির আলো ততক্ষণ নিভবে না যতক্ষণ না আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে দেব, যতক্ষণ না আমরা হার স্বীকার (concede) করে নেব।”

নির্বাচনের ফলাফলের পরে গোটা দেশে খালি হয়ে যায় ডেমোক্রাটদের জন্য তৈরি স্ট্যান্ডগুলি (stands)। হতাশা আর চোখের জলে ঘরে ফেরেন কমলা হ্যারিস সমর্থকরা (Harris supporters)। অনেকেই হতাশায় দাবি করেন আমেরিকায় ঘোর অন্ধকার নেমে আসতে চলেছে। কিন্তু সেই ধারণা সরিয়ে ফেলার বার্তা দেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি (Vice-President)। তিনি বলেন, “অনেকেই বলছেন আমেরিকার বুকে ঘোর অন্ধকার নেমে আসবে। কিন্তু আমাদের সকলের ভালোর জন্য জানবেন সেই প্রত্যাশা আমাদের কখনই করা উচিত নয়। যদি সত্যিই আমেরিকার কথা ভাবেন তাহলে অনুভব করুন আলোয় ভরা এক আকাশ যেখানে কোটি কোটি তারা রয়েছে। কারণ অন্ধকার যখন গাঢ় হয় তখনই আমরা তারা দেখতে পাই।”

রাষ্ট্রপতি পদে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান কমলা হ্যারিস। সেই সঙ্গে ক্ষমতা হস্তান্তর যাতে মসৃণ পথে হয় তারও প্রতিশ্রুতি ট্রাম্পকে তিনি দিয়েছেন বলে জানান। সেই সঙ্গে ট্রাম্পের প্রশাসনিক পদে আরোহনে ডেমোক্রটদের পক্ষ থেকে কোনও বাধা থাকবে না বলেও প্রতিশ্রুতি দেন গণতন্ত্রের পক্ষে সওয়াল করা প্রার্থী কমলা হ্যারিস।