৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে: স্বীকার করেও আদালতে বিচারপতির মন্তব্য শুনল রাজ্য

0
14

প্রধানমন্ত্রী আবাস যোজনার একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে। ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় আদালতে বিড়ম্বনায় রাজ্য (State)। ভুল স্বীকারের পরেও শুনতে হল বিচারপতির মন্তব্য।

ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েত ৫ জনের টাকা অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে মামলা হয়। কলকাতা হাই কোর্টে রিপোর্ট দিয়ে রাজ্য (State) জানাল, মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে।

তবে, ফের রাজনৈতিক মন্তব্য শোনা গেল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। রাজ্য ভুল মানলেও, এটাকে ইচ্ছাকৃত জালিয়াতি মন্তব্য করলেন বিচারপতি। বিচারপতি রবি কিষাণ কাপুর মন্তব্য করেন, “এটা ইচ্ছাকৃত জালিয়াতি”। ঘটনায় বিডিও ও পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব করেছেন বিচারপতি। অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন তিনি।