বাম আমলের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারকে সংখ্যালঘু বিষয়ে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেখানে বলা হয়েছে বাম আমলের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সাত্তার মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু বিষয়ক দফতরকে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং সংখ্যালঘুদের কল্যাণে সবরকম পরামর্শ দেবেন। তাঁর পদমর্যাদা হবে পূর্ণমন্ত্রীর সমতুল। সেই নিরিখেই বেতন, ভাতা সহ প্রাপ্য সুযোগ সুবিধা পাবেন তিনি।
প্রসঙ্গত, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর তৃণমূল কংগ্রেসের আমলের প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের হাতে এই দফতরেরই মন্ত্রী ছিলেন পেশায় শিক্ষক আব্দুস সাত্তার। ২০১৮ সালে সিপিএম ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে বাদুড়িয়া থেকে হাত শিবিরের প্রার্থীও হয়েছিলেন। তবে ভোটে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন নিজেকে।
আরও পড়ুন- অধ্যক্ষরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিধানসভায় অভিযোগ বিমানের