হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হওয়ায় রোগীদের হয়রানি কমার আশঙ্কা

0
2

রাজ্যে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হল। কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজে কয়েক দিন আগেই চালু হয়েছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম।কলকাতার চারটি মেডিকেল কলেজে এখনও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড লাগানো হয়নি। একমাত্র এনআরএস হাসপাতালে ডিসপ্লে বোর্ড লাগানো হলেও মঙ্গলবার সেখানে কোনও রকম বেড খালি দেখানো হচ্ছে না। শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিজ্ঞাপন চলছে। যদিও কিছু দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে বলে জানানো হয়েছে।এদিকে নদীয়ার বেতাইয়ের বাসিন্দা দয়াল বিশ্বাস নদীয়া জেলা হাসপাতাল অর্থাৎ শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেডসোর নিয়ে। অভিযোগ, সেখান থেকে এন এর এস হাসপাতালে রেফার করলেও ভর্তি নেওয়া হচ্ছে না। খোলা আকাশের নিচে ট্রলির উপরে অনেকক্ষণ শুয়ে থাকতে হয় দয়ালকে।

তবে কয়েকজন রোগীর আত্মীয়ের বক্তব্য এই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু হওয়ায় তাদের হয়রানি অনেকটাই কমছে। আগামী কিছু দিনের মধ্যে এই রেফারেল সিস্টেম আরও উন্নত হবে এবং ডিসপ্লে বোর্ড সব জায়গায় লাগানো হবে বলে জানানো হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.