অনলাইনে দেদার বিকোচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট, বিতর্ক তুঙ্গে

0
3

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট দেদার বিকোচ্ছে।জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম মিশো, ফ্লিপকার্ট ও টিশপারে এই টি-শার্ট বিক্রি হতেই, তা নিয়ে সমালোচনা শুরু হয়। একজন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ অ্যাপের স্ক্রিনশট শেয়ার করে তীব্র আপত্তি জানান। এরপরেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্র নির্মাতা আলিশান জাফরি ​​সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ই-কমার্স অ্যাপে বিক্রি হচ্ছে গ্যাংস্টারের ছবি দেওয়া পোশাক। তিনি একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া শিশুদের টি-শার্ট ২১১ টাকায় পাওয়া যাচ্ছে। আর ছেলেদের টি-শার্টটি ১৬৮ টাকায় পাওয়া যায়। তবে বিতর্ক শুরু হয় এরপরেই। যদিও, অনলাইন সাইট থেকে তুলে নেওয়া হয়েছে সমস্ত টি-শার্ট।

এই টি শার্ট বিক্রি নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে।লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট ই-কমার্স অ্যাপে প্রকাশ্যে বিক্রি হওয়া নিয়ে আপত্তি জানাছেন নেটিজেনরা। লরেন্স হলেন একজন ভারতীয় গ্যাংস্টার যিনি ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য বিষ্ণোই বর্তমানে আলোচনার তুঙ্গে।সবমিলিয়ে অনলাইনে টি শার্ট বিক্রি কেউই ভালোভাবে নিচ্ছেন না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.