আর জি কর-কাণ্ডে সঞ্জয়ের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জ গঠন, ১১ তারিখ থেকে প্রতিদিন শুনানি

0
3

আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালের (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে (Sealdah Court) চার্জ গঠন হল। ঘটনার ৮৭ দিন পরে সোমবার আদালতে চার্জ গঠন হয়। ১১ নভেম্বর থেকে প্রতিদিন ওই মামলায় শুনানি চলবে।
এদিন দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ জেলা ও দায়রা আদালতে (Sealdah Court) নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ আনা হয় আর জি করের ধর্ষণ-খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয়কে।

সোমবার আর জি কর কাণ্ডে ২ মামলার শুনানি চলছে দুই আদালতে। আলিপুরে CBI বিশেষ আদালতে আর জি করে আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলছে। রুদ্ধদ্বার কক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয় চার্জ গঠন প্রক্রিয়া। শিয়ালদহ আদালতে শেষ হল ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে।
আর জি কর হাসপাতালে ৯ অগাস্ট রাতে তরুণী চিকিৎসককে নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে, কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারাও সঞ্জয়কেই মূল অভিযুক্ত বলে চার্জশিট পেশ করে। অক্টোবর মাসে সেই চার্জশিট গঠন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিট পেশের ২৮ দিন পরে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল।