শীতকালীন বাসস্থানে পাড়ি দিলেন কেদারনাথ (Kedarnath)। রবিবার প্রথা মেনে বন্ধ হল কেদারনাথের মন্দিরের দরজা (Kedarnath temple)। এই উৎসব দেখতে এদিন উপস্থিত ছিলেন প্রায় ১৮ হাজার মানুষ। সাড়ম্বরে গর্ভগৃহ থেকে বিগ্রহ বের করে এনে রওনা দেওয়া হয় ওঙ্কারেশ্বরের (Omkareshwar) পথে।

কেদারনাথ ছয়মাস পাহাড়ের উপরে ও ছয়মাস নিচে ওঙ্কারেশ্বরে (Omkareshwar) উখিমঠে (Ukhimath) অবস্থান করেন। প্রতি বছর তিথি মেনে একবার তাঁর বিগ্রহ একবার গাড়োয়ালের (Garhwal) পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। আরেকবার শীতের শুরুতে নিচে নামিয়ে আনা হয়। সেখানেই বাকি ছয়মাস তিনি পুজো পান। পথে অবশ্য গুপ্তকাশিতে তিনি রাত্রিবাস করেন।

এবছর তিথি মেনে রবিবার ৩ নভেম্বর সকাল সাড়ে আটটায় বিগ্রহ বের করে আনেন পুরোহিতরা। এই উৎসবকে আরও আকর্ষণীয় করতে আয়োজন করা হয়েছিল সেনাবাহিনীর বিশেষ ব্যান্ডের (Army Band)। মহাদেবের বিগ্রহ পালকিতে (palanquin) বের করে আনা হয়। এরপর পায়ে হেঁটে সেই পালকি (palanquin) কাঁধে পুরোহিতরা পাড়ি দেন উখিমঠের দিকে।








































































































































