ভাইফোঁটার আগের রাতে হাওড়ার শালিমারে (Shalimar, Howrah) ধুন্ধুমার। দুই গোষ্ঠীর সংঘর্ষে (Conflict between the two groups) উত্তপ্ত এলাকা, ইটবৃষ্টিতে জখম ৬ জন। পরিস্থিতি সামাল দিতে রাতেই নেমেছে র্যাফ (RAF)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়। সূত্রের খবর, ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবি এবং সুলতান নামে দু’জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় উত্তেজনা ছড়ায়। একটি মোবাইলের দোকান থেকে গন্ডগোলের সূত্রপাত যা পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত গড়ায়। দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। এর পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। একই পাড়ার এক মহিলা এবং পুরুষের মধ্যে ঝামেলা থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন। রাত পেরিয়ে সকালেও চলছে পুলিশি টহল।







































































































































