গাজায় ফের ইজরায়েলি সেনার বোমা বর্ষণ, মৃত ৫০ শিশু-সহ ৮৪

0
2

গাজায় হত্যালীলা অব্যাহত। শুক্রবার উত্তর গাজায় তেল আভিভের পরপর বোমাবর্ষণে প্রাণ গিয়েছে কমপক্ষে ৮৪ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৫০ শিশুও। ক্ষুব্ধ গাজার স্বাস্থ্যমন্ত্রক এই হামলাকে নৃশংস গণহত্যা বলে উল্লেখ করেছে।

শনিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও আক্রমণ শানিয়েছে ইজরায়েলি সেনা। সেখানেও মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হামাস জঙ্গিরা লুকিয়ে থাকার অভিযোগ তুলে এর আগেও এই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছিল নেতানিয়াহুর সেনা।

একবছরের বেশি সময় ধরে এখনও রক্তক্ষয়ী যুদ্ধ চলছে গাজায়। প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের শেষ করার লক্ষ্যে অনড় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধের জেরে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। যুদ্ধের বলি শিশুরাও। ইজরায়েলি সেনার অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আহত ১ লক্ষের উপরে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.