মালদহের (Maldah) কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে বহুতলে ব্যাগ কারখানায় বিধ্বংসী আগুন (Fire)। শুক্রবার কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে একটি কাপড়ের ব্যাগ (Bag) তৈরির কারখানায় আগুন (Fire) লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। হতাহতের খবর মেলেনি।
ঘন জনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই প্রথামিকভাবে আগুন (Fire) নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের (Fire Brigade) একটি ইঞ্জিন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
কারখানার ভিতরে যথেষ্ট পরিমাণে দাহ্য বস্তু থাকায় রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কালীপুজোর ছুটি থাকায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কী ভাবে আগুন লাগল সে বিষয়ে তদন্ত চলছে।






































































































































