রাজ্যের পুর এলাকাগুলিতে বিল্ডিং প্ল্যানের আবেদন এবং অনুমোদন এবার থেকে শুধুমাত্র শুধুমাত্র অনলাইনে মিলবে। আর অফলাইনে আবেদন করা যাবে না, জানিয়ে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। ২০২৫-এর শুরু থেকেই নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আগামী এপ্রিল থেকে একই নিয়ম রাজ্যের পঞ্চায়েত এলাকাতেও চালু হবে।

২০২১ সালের নভেম্বর মাসে রাজ্যজুড়ে অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদনের পরিষেবা চালু হয়েছে। তার পরেও অধিকাংশ পুরসভায় পুরোনো ব্যবস্থা অনুযায়ী অফলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন পাচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে চাইছে রাজ্য। তা না হলে যাবতীয় নজরদারি এড়িয়ে বিল্ডিং প্ল্যান ছাড়পত্র মিলবে এবং অবাধে অবৈধ নির্মাণ চলবে। দালালদের রমরমাও থাকবে বলে মনে করছে প্রশাসনের একাংশ। নিয়মের ফাঁক গলে এক শ্রেণিকে কিছু অন্যায্য সুবিধা পাইয়ে দিতে চলে অসাধু চক্রও। এছাড়াও অনলাইনে পাওয়া বিল্ডিং প্ল্যানের শংসাপত্রে কিউআর কোড দেওয়া থাকে। কিন্তু অফলাইনে তা থাকে না। অনেক ক্ষেত্রেই বলে দেওয়া হয়, পুরোনো আবেদনের ভিত্তিতে প্ল্যানটি অনুমোদিত হয়েছে। অফলাইন বিষয়টিই বেআইনি হয়ে গেলে এই অজুহাত কাজে লাগবে না। জানুয়ারি থেকে প্রত্যেকটি পুরসভায় অফলাইনে বিল্ডিং প্ল্যান সংক্রান্ত যাবতীয় কাজ ‘বেআইনি’ বলে গণ্য হবে।







































































































































