পরিচালকের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে সম্প্রতি সরগরম হয় টলিপাড়া। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই পর্বে সমস্যার সমাধন হয়। ফের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) মন্তব্য ঘিরে বিতর্ক। শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন ২৩৩ জন পরিচালক। তবে, এখনও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কোনও কাগজ হাতে পাননি বলে জানান স্বরূপ।অভিযোগ, প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন ফেডারেশন সভাপতি। তাঁর অভিযোগ ছিল, টলিউডের যৌন হেনস্থার অভিযোগে ষাট শতাংশই ছবির প্রয়োজক-পরিচালকদের বিরুদ্ধে। এর জেরে ক্ষুণ্ণ পরিচালক ও প্রযোজকরা। প্রতিবাদ করেন তাঁরা। এরপরই স্বরূপের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়।
‘ডিরেক্টর্স গিল্ড’-এর সভাপতি সুব্রত সেনের কথায়, “স্বরূপবাবুর মন্তব্যে অনেকেরই খারাপ লেগেছে। আলাদভাবে ২৩৩ জন ডিরেক্টর মানহানির মামলা করেছেন।” তবে, তাঁর বিশ্বাস এই বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব।
এই বিষয়ে স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) জানান, “মামলার কথা শুনেছি। কিন্তু কোনও কাগজ হাতে পায়নি। কাজ পেলে বিষয়টি দেখে পদক্ষেপ করব।“