মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানের (Rajasthan) শিকরে (Sikar) মৃত্যু হল ১২ জনের। আহত অন্তত ৩৬ জন। মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কালভার্টে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে বলেই দাবি স্থানীয় পুলিশের। আহতদের লক্ষ্ণণগড়ের (Laxmangarh) সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


পুলিশের দাবি, সালাসার থেকে লক্ষ্মণগড়গামী একটি যাত্রীবাহী বাস লক্ষ্মণগড়ের কাছে একটি ফ্লাইওভারের (flyover) উপর বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশের দেওয়ালের মতো কালভার্টে সজোরে ধাক্কা মারায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় পাঁচটি অ্যাম্বুল্যান্স। তবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২ জনের মৃত্যু নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।








































































































































