অনিকেত-দেবাশিসদের ‘হুমকি’র পাল্টা সংগঠন WBJDA আত্মপ্রকাশের পরেই সমানাধিকারের দাবিতে সরব। তিলোত্তমার দ্রুত বিচার-সহ আট দফা দাবিতে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে WBJDA। আর সেখানেই WBJDF-এর সদস্যরা যে কমিটিগুলিতে আছে, সেই কমিটিতে তাদেরও রাখতে হবে এবং যে সুবিধা জুনিয়র ডক্টরস ফ্রন্ট পায় সেই একই সুযোগ তাঁদের দেওয়ার দাবি জানিয়েছেন WBJDA-এর শ্রীশ, প্রণয়, অরিত্ররা। WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে একতরফা সিদ্ধান্ত নিয়ে কোনো মেডিক্যাল কলেজে কাউকে শাস্তি দেওয়া যাবে না বলেও দাবি জানিয়েছেন তাঁরা।আট দফা দাবি সম্বলিত এই চিঠিতে অতিগুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট রয়েছে।
WBJDA-এর অভিযোগ, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সম্প্রতি কয়েকজন মানুষের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ভিত্তিহীন একতরফা সুপারিশে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আবার ঘটে তবে সেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, এমএসভিপি বা ইনস্টিটিউটের সমস্ত সরকারি আধিকারিক যাঁরা এই ধরনের পক্ষপাতমূলক, প্রতিশোধমূলক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জড়িত তাঁদের সেই বিরুদ্ধে তদন্ত করতে হবে।
তিলোত্তমা/অভয়ার নামে টাকা তোলা বন্ধ ও সে বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।
কলেজ এবং রাজ্য স্তরের অফিসিয়াল কমিটি-সহ টাস্ক ফোর্স, আরকেএস, অন্যান্যদের সমান অনুপাতে WBJDA -এর অংশগ্রহণ করতে দিতে হবে।সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া ঠিকানা নিয়ে। এই ঠিকানা হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাস কেবি হস্টেলের ৩২ নম্বর রুম। WBJDA তাদের চিঠিতে এই প্রসঙ্গ উল্লেখ করে দাবি জানিয়েছে যে কারণে, WBJDF-কে R.G Kar Medical College-এর KB হোস্টেলের রুম নং: ৩২ সোসাইটি অ্যাক্টের অধীনে সরকারিভাবে নিবন্ধন করেছে, তাদের জন্য একটি ঘর বরাদ্দ করা হোক। যদি WBJDA-র দাবি পূরণ না হয় তাহলে, WBJDF-এর অফিসিয়াল রেজিস্ট্রেশনের জন্য KB হোস্টেলের রুম নং: ৩২-এর বরাদ্দ বাতিল করতে হবে। WBJDF-এর মতো বিশেষ সুযোগ-সুবিধা দিতে হবে WBJDA-কেও।