রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যু দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (Durgapur Steel Factory) এক অধিকারিকের। নিখোঁজ থাকার প্রায় ১৫ ঘন্টা পর সন্ধান মিলল ডিএসপির (DSP) আধিকারিকের। রাষ্ট্রায়ত্ত কারখানার ভিতর থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত আধিকারিকের নাম সমিত ভট্টাচার্য, বয়স ৫৪ বছর। তিনি সিটি সেন্টারের (City Center) সেল কো-অপারেটিভ বাঘাযতীন এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শমিকবাবুর স্ত্রী।

জানা গেছে শনিবার অন্যান্য দিনের মতোই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন সমিতবাবু। তাঁর সহকর্মীদের দাবি এদিন বেলা ১১ টা থেকে আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। তৎপরতা দেখায় পুলিশ (Police)। কিন্তু পুলিশ কুকুর নিয়ে কারখানার ভিতর তন্ন তন্ন করে খুঁজেও সমিতবাবুর হদিশ পায়নি। অবশেষে প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার গভীর রাতে ইস্পাত কারখানার জংশন বাংকারের একটি লিফটের নিচে সমিতবাবুর দেহ পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। খবর দেওয়া হয় কারখানার আধিকারিকদের এবং পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
কীভাবে এই ঘটনাটি ঘটল তা নিয়ে সিআইএসএফ (CISF) ও পুলিশ (Police) নিজের মতো করে তদন্ত শুরু করেছে। দেহটি লিফটের নীচে কীভাবে গেল তা নিয়েও রয়েছে রহস্যদানা বেঁধেছে। জানা গিয়েছে, শমিত ভট্টাচার্য কারখানার র’মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (RMHP) বিভাগে জেনারেল ম্যানেজার (অপারেশন) পদে কর্মরত ছিলেন। এদিন পুলিশ দেহ নিয়ে যাওয়ার সময় দুর্গাপুর ইস্পাত কারখানার ডিআইসি (Director-in-charge) বি পি সিং-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে শ্রমিক মহলে। কারখানার নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন-Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে







































































































































