কৃষ্ণনগরের (Krishnagar) তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। রহস্য বাড়াল নতুন একটি অডিও ক্লিপ (Audio Clip) (যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে ওই তরুণীর মৃত্যু (Dead) হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলেও তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে পুড়িয়ে খুন করা হয়েছে সেই রহস্যের সমাধানে চলছে তদন্ত। এই ঘটনায় তরুণীর বন্ধু রাহুল বসুকে গ্রেফতার করে এক সপ্তাহ ধরে তাঁকে জেরার পরেও ধন্ধে পুলিশ (Police)। আর এর মাঝেই সামনে এলো নতুন একটি অডিও ক্লিপ। যেখানে এক পুরুষকণ্ঠে বলতে শোনা যাচ্ছে, ”কেরোসিন তেল, দেশলাই কিনেছে মরবে বলে।” সঙ্গে রয়েছে এক মহিলা কণ্ঠও।সেই অডিও ক্লিপে (Audio Clip) (যদিও এর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) পুরুষ কণ্ঠটিকে বলতে শোনা যায়, “কেরোসিন তেল নাকি কিনেছে, দেশলাইও।” জবাবে মহিলা কণ্ঠে শোনা যায়, “কী করবে?” পুরুষটি বলে, “মরবে”। মহিলা কণ্ঠের পাল্টা প্রশ্ন, “পাগল?” পুরুষের কথায়, “আমি বললাম, যা খুশি করো।” মহিলা কণ্ঠে এ বার বলতে শোনা যায়, “তোমাকেই ফোন করছে! জানি না, কিছু করবে কি না। যদি কিছু করে বসে, তোমাকেই ফোন করবে।” পুরুষটি ফের বলে, “আরে হ্যাঁ। আমার তো চাপ হয়ে যাচ্ছে”।
শুক্রবার এই অডিও ক্লিপ (Audio clip) প্রকাশ্যে এসেছে। পুলিশের একটি সূত্রের দাবি, ওই পুরুষ কণ্ঠটি নিহত তরুণী ও রাহুলের এক কমন ফ্রেন্ড এবং মহিলা কণ্ঠটি সোনারপুরের এক তরুণীর, যাঁকে রাহুল একসময় বিয়ে করেছিল বলে জানা যাচ্ছে। যদিও সেই সম্পর্কে ছেদ হয়।
পুলিশ সূত্রের দাবি, ১৫ অক্টোবর যেদিন এই ঘটনা ঘটে সেই দিন দুপুরে হয় এই কথোপকথন। এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছে রাহুল ও নিহত তরুণীর কমন ফ্রেন্ড কী করে কেরোসিন ও দেশলাই কেনার কথা জানলেন? এবং সেটা যদি জেনেই থাকেন, তা হলে তাঁকে না-আটকে সে কথা সোনারপুরের তরুণীকে কেন বলতে গেলেন তিনি? সোনারপুরের তরুণীও কি তা হলে কৃষ্ণনগরের ওই তরুণীর মৃত্যুর ব্যাপারে কিছু জানেন? এই জট কাটানোই এখন জেলা পুলিশের কাছে মূল লক্ষ্য।