পুণেতে দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত। দ্বিতীয় দিনে ১৫৬ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ১৯৮। নিউজিল্যান্ড এগিয়ে ৩০১ রানে ।
ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। কিউইদের প্রথম ইনিংসে কিউইদের ২৫৯ রানের ইনিংসের জবাবে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। গতকালই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। আজ ব্যাট হাতে ছিলেন যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। দুজনেই করেন ৩০ রান। ১ রানে আউট হন বিরাট কোহলি। ১৮ রান করেন ঋষভ পন্থ। ১১ রান করেন সরফরাজ খান। ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। ৪ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। কিউইদের হয়ে ৭ উইকেট নেন স্টানার। ২ উইকেট নেন গ্লেন ফিলিপস। ১ উইকেট নেন টিম সাউদি। প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থাকে কিউইরা।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ১৭ রান আউট হন ডিভন কনওয়ে। ২৩ রান করেন উইল ইয়ং। তবে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক টম লাথাল। ৮৬ রান করেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখাচ্ছেন ওয়াশিংটন সুন্দর। নেন ৪ উইকেট। ১ উইকেট নেন অশ্বিন।
আরও পড়ুন- হিন্দিতে দেওয়া তাঁর উপদেশ শুনেই যে ছক্কা মারবেন কিউই ক্রিকেটার বোঝেননি পন্থ, ভাইরাল ভিডিও