করণ জোহরের(Karan Johar) প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সিংহভাগ শেয়ার নাকি কিনতে চলেছে রিলায়েন্স। তবে শেষ পর্যন্ত তাঁদের হারিয়ে দিলেন ‘সেরাম ইনস্টিটিউট’-কর্ণধার আদার পুনাওয়ালা।
আদারের প্রযোজনা সংস্থা ‘সেরিন প্রোডাকশন’-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা ধর্মার ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে এবং এর জন্য সংস্থা ১ হাজার কোটি টাকা খরচ করেছে। দুই সংস্থার তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভবিষ্যতে ধর্মাকে আরও বড় আকারে উপস্থাপনের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সংস্থার সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে থাকবেন অপূর্ব মেহতা। তিনি সংস্থার কৌশলগত দিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে নজর রাখবেন।
আরও পড়ুন- আইটিআই প্রশিক্ষণের পরীক্ষায় দেশের সেরার তালিকায় ১১ জন বাংলার, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর






































































































































