কানাডার মাটিতে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ ভারতের উপর তুলে নিজেই দু কদম পিছিয়ে গিয়েছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এই বিষয়ে কোনও তথ্য আগে দেওয়া হয়নি, বলে ভারতের দাবিকেই সমর্থন করেছেন তিনি। এই দ্বৈরথের পরে কানাডাকে আরও চাপে ফেলতে এবার মুম্বই হামলার (Mumbai Terror Attack) অন্যতম চক্রী কানাডা-নিবাসী পাক ব্যবসায়ী তাহাউর রানাকে (Tahawwur Rana) প্রত্যর্পণের পথে ভারত। ডিসেম্বরের মাঝামাঝিই আমেরিকা থেকে ভারতে পৌঁছে যেতে পারেন তাহাউর, খবর কূটনীতিক সূত্রের।
এক সময়ে পাকিস্তানের সেনার চিকিৎসক হিসাবে কাজ করা রানা কানাডায় ব্যবসায়ীর পরিচয় নিয়ে গেলেও তার আসল উদ্দেশ্য ভারতের উপর নজরদারি চালানো ছিল বলেই অভিযোগ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির। ২৬/১১ মুম্বই হামলার জায়গা নির্দিষ্ট করা থেকে পরিকল্পনায় সাহায্য করেছিল এই তাহাউর রানা। বর্তমানে আমেরিকার জেলে বন্দি তাহাউর তাঁর ভারতে প্রত্যর্পণের (extradition) দাবির বিরোধিতা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা তার আর্জি খারিজ করে দিয়েছে। ফলে দ্রুতই সম্পন্ন হবে এই প্রত্যর্পণ।
সম্প্রতি দিল্লিতে আমেরিকান দূতাবাসে দুই দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে বৈঠক হয়। তাতে রানার প্রত্যর্পণ নিয়ে বিশেষ আলোচনা হয়। আমেরিকা থেকে ভারতে রানাকে আনার যাবতীয় আর্থিক ব্যয়ভার ভারতকে বহন করতে হবে। তাকে ভারতের জেলে রাখার ব্যবস্থাও করতে এই দেশের সরকার। ডিসেম্বরের মাঝামাঝি এই প্রত্যর্পণের কাজ শেষ হবে বলে দাবি কূটনীতিকদের। আর তাহাউর রানা ভারতে এলে কানাডা থেকে কীভাবে ভারতের বিরুদ্ধে চক্রান্ত রানার, সেই রহস্যও উন্মোচন হতে পারে বলে অনুমান রাজনীতিকদের।