“প্রশাসনকে না জানিয়ে ৪৭ জনকে সাসপেন্ড (Suspended) করলেন। কীভাবে নিজে সিদ্ধান্ত নিলেন? এটা থ্রেট কালচার নয়? আমাদের জানালেন না কেন? স্বাস্থ্যবিভাগকে জানালেন না কেন?“ সোমবার, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার ২৪ঘণ্টার মধ্যেই সাসপেনশনের সিদ্ধান্ত স্থগিত করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন সাসপেনশন কার্যকরী নয়।
থ্রেট কালচার সহ বিভিন্ন বেনিয়মে অভিযুক্ত আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) ৫১ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। ৫ অক্টোবর সেই কমিটি ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে। সেই মতো হাসপাতালের কলেজ কাউন্সিল এই সাসপেনশনের নির্দেশ দেয়। এর পরেই সাসপেনন্ডেড চিকিৎসকরা কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন।
এই বিষয় নিয়ে সোমবার নবান্নের বৈঠকেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন হাই কোর্টে হাসপাতালের আইনজীবী দাবি করেন, কর্তৃপক্ষ কাউকে সাসপেন্ড করেননি। রাজ্যের কাছে রেজোলিউশন পাঠানো হবে। তার পরেই বিচারপতি কৌশিক চন্দ জানান, এই সাসপেনশন কার্যকর হবে না। এ নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।










Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































