সারা বছরের প্রতীক্ষার অবসানে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠা বাঙালি আজ মন খারাপ। পঞ্জিকা বলছে, সকাল থেকে দশমীর পুজোর (Dashami)শুরু হয়েছে। বারোয়ারী পুজোগুলো রবিবার থেকে প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নিলেও বনেদি বাড়িতে আজই রীতি মেনে কনকাঞ্জলি আর সিঁদুর খেলায় উমা বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। সকাল থেকে ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন শুরু।

হাওড়া-কলকাতা শহর ১৬টি ঘাটে নিরঞ্জনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে কলকাতা পুলিশ এবং মিউনিসিপাল কর্পোরেশন। চার দিনের পুজো এবার তিনদিনেই শেষ, যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজিত পুজো কার্নিভাল হবে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ অক্টোবর। ওইদিনই নিরঞ্জনের সময়সীমা শেষ হচ্ছে। এদিন সকালের টাকির কুবের পরিবারের ৩০০ বছরের প্রাচীন পুজোয় সিঁদুর খেলা আর চোখের জলে উমা বিদায় নিলেন। সকাল ন’টা নাগাদ নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়। শোভাবাজার রাজবাটি থেকে শুরু করে শ্রীরামপুর রাজবাড়ী সর্বত্রই দশমীর পুজো চলছে। কলকাতা পুলিশ সূত্রে খবর বিকেলের পর থেকে বনেদী বাড়ির বেশ কিছু প্রতিমা নিরঞ্জন শুরু হবে। প্রতিটি গঙ্গার ঘাটে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। অপেক্ষা আরও এক বছরের!









































































































































