অষ্টমী-নবমীতে প্যান্ডেল হপিংয়ে প্রকৃতির বাধা? কেমন থাকবে আবহাওয়া

0
4

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের চোখ রাঙানি তেমন প্রভাব ফেলতে পারেনি রাজ্যের দুর্গাপুজোর উন্মাদনায়। দক্ষিণ বঙ্গের কিছু জেলায় অষ্টমী-নবমীতেও থাকছে হালকা বৃষ্টির সতর্কতা। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

ষষ্ঠী, সপ্তমীতে প্রায় একই রকম ছিল বাংলার সব জেলার আবহাওয়া। কখনও রোদ ঝলমলে আকাশ তো কখনও হালকা বৃষ্টি উপেক্ষা করেই ঠাকুর দেখেছেন বাংলার মানুষ। অষ্টমী-নবমীতেও প্রায় একই রকম আবহাওয়ার পূর্বাভাস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। শুক্রবার দক্ষিণের জেলাগুলিতেও থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে আবহাওয়া আরও উন্নতির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।