হরিয়ানার পরাজয় থেকে শিক্ষা নিক কংগ্রেস: পরামর্শ তৃণমূলের, মন্তব্য উদ্ধবেরও

0
3

হরিয়ানা বিধানসভা নির্বাচনের পরাজয় থেকে শিক্ষা নিক কংগ্রেস (Congress), অবিলম্বে দাদাগিরি ছাড়ুক- পরামর্শ তৃণমূলের (TMC)। হরিয়ানার (Haryana) মতো রাজ্যে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল। তারপরেও যেভাবে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে কংগ্রেস রাজ্য বিজেপির হাতে তুলে দিয়েছে, তার জেরেই শতাব্দী প্রাচীন দলকে নিশানা করেছে I.N.D.I.A.-র অনেক শরিকই। এবার তৃণমূলেরও তোপের মুখে পড়েছে সনিয়া-রাহুল-খাড়গের দল৷কংগ্রেস (Congress) আর কবে তাদের ‘Big Brother’ অ্যাটিচুড ত্যাগ করবে? প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে৷ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পরে কংগ্রেস ইন্ডিয়া জোট শরিক অন্যান্য দলগুলির সঙ্গে বোঝাপড়া নিবিড় করতে উদ্যোগ নেওয়া হয়েছিল, কারণ তখন সামনে ছিল লোকসভা নির্বাচন৷ শরিক দলগুলির সহযোগিতায় এবারের লোকসভা নির্বাচনে ২০১৯ সালের তুলনায় দ্বিগুণ আসন পেয়েছিল কংগ্রেস৷ এর পরেই তারা ফের ঔদ্ধত্য দেখাতে শুরু করে দেয়-বলে অভিযোগ। আপ এবং সপার মতো দলগুলির সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয়। সামনেই ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের বিধানসভা ভোট৷ তার আগে হরিয়ানার পরাজয় থেকে শিক্ষা নিয়ে দাদাগিরি ত্যাগ করুক কংগ্রেস, দাবি তৃণমূলের৷ শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী), ঝাড়খন্ড মুক্তি মোর্চা এবং NCP-কে সম্মান দেখাক কংগ্রেস, দাবি তৃণমূলের। এই প্রসঙ্গেই তৃণমূল শিবিরের প্রশ্ন, কংগ্রেসকি আদৌ শিক্ষা নেবে ?এদিকে হরিয়ানার ভোটের এই ফলের প্রভাব মহারাষ্ট্রেও পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই কারণে এবার কংগ্রেসকে সতর্ক করছেন উদ্ধব ঠাকরে। উদ্ধব জানান, “মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ির শরিকদের উচিত মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করা। কংগ্রেস বা এনসিপি প্রার্থীর নাম ঘোষণা হোক। যাঁরই নাম ঘোষণা হোক আমি নিঃস্বার্থে সমর্থন করব।” উদ্ধবের কথায়, ”আমি মহারাষ্ট্রের স্বার্থ দেখি।”