নির্বাচনের মাঝেও জারি ছিল জঙ্গি নাশকতা। নির্বাচনের ফলাফল প্রকাশের পরই কাশ্মীরে নিজেদের ব্যাপক উপস্থিতি জানান দিল জঙ্গিরা। ভারতীয় সেনার (Indian Army) দুই জওয়ানকে অপহরণ জঙ্গিদের। পরে এক জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ভারতেরই মাটিতে জওয়ানকে অপহরণ করে খুনের ঘটনায় সরব রাজনীতিকরা।
কাশ্মীরের অনন্তনাগে (Anantanag) ভারতীয় সেনার টেরিটরিয়াল আর্মির (Territorial Army) দুই জওয়ানকে মঙ্গলবার অপহরণ (abduction) করার অভিযোগ ওঠে জঙ্গিদের বিরুদ্ধে। সেনাবাহিনীর তরফ থেকে তল্লাশি শুরু হয়। দুজনের মধ্যে এক জওয়ান পালিয়ে আসতে সক্ষম হয়।
বুধবার সকালে তল্লাশিতে আরেক জওয়ানের দেহ উদ্ধার হয় জঙ্গলের মধ্যে থেকে। জওয়ানের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কোকেরনাগ জঙ্গলের মধ্যে হিলাল আহমেদ ভাট নামে ওই জওয়ানের দেহ উদ্ধার হন। কীভাবে দুই জওয়ানের অপহরণ হয়েছিল, তদন্তে ভারতীয় সেনা।