ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিন বছর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “১৯৪৭ সালের স্বাধীনতা ভিক্ষা ছিল, ভারত আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে।“ এবার এই মন্তব্যের জেরেই হিমাচলের মান্ডি কেন্দ্রের সাংসদ কঙ্গনাকে নোটিশ (Notice) পাঠিয়েছে আদালত।
২০২১ সালে কঙ্গনার (Kangana Ranaut) মন্তব্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী অমিত কুমার সাউ। কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। তারপর তিনি আদালতে কঙ্গনার বিরুদ্ধে পিটিশন দায়ের (Petition filed) করেন। এবার সেই মামলাতেই কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে মধ্যপ্রদেশের জবলপুরের বিশেষ আদালত। তিন বছর আগে অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর মন্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষমতায় আসার পরই ভারত স্বাধীন (Independent) হয়েছে। ফলে কঙ্গনার এই মন্তব্যে দেশের নানা প্রান্তে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ (Protest) কর্মসূচি করেছিল কংগ্রেস (Congress)। যদিও সেই সময় বিজেপির (BJP) সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না কঙ্গনা রানাউত। তবে বিজেপির টিকিটে সাংসদ হওয়ার পর সেই মন্তব্যের জেরে আইনি প্যাঁচে পড়লেন তিনি।
এই প্রসঙ্গে মামলাকারী আইনজীবী বলেন, “অনেক মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের পর ভারত স্বাধীনতা পেয়েছে। কিন্তু কঙ্গনা বলেছিলেন যে এই স্বাধীনতা নাকি ভিক্ষা। তিনি দাবি করেছিলেন যে, ভারত ২০১৪ সালের পরে প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছে। এতেই আমার প্রধান আপত্তি। এই ধরনের মন্তব্য কোনওভাবেই মানা যায় না।” এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ৫ নভেম্বর।










Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































