হঠাৎই রক্তচাপ নেমে যাওয়ায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারপার্সন রতন টাটা (Ratan Tata)। যদিও পরেই তিনি নিজে ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে জানিয়েছেন তাঁর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এমনকি তাঁর স্বাস্থ্য সংক্রান্ত কোনও গুজবের অবকাশ উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।

রবিবার মধ্যরাতে রক্তচাপ জনিত সমস্যায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) ভর্তি করা হয় রতন টাটাকে। দ্রুত আইসিইউ (ICU)-তে স্থানান্তরিত করা হয় ৮৬ বছরের শিল্পপতিকে। চিকিৎসকরা তাঁর শরীরের সব প্যারামিটার গভীর নজরদারির মধ্যে পর্যবেক্ষণ করেন। তবে সোমবার সকালের মধ্যে তাঁর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়।


অবশ্য পরে তিনি নিজের ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও ধরনের আশঙ্কা নিজেই উড়িয়ে দেন। তিনি জানান, তাঁর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুজব ঘুরছে তা তিনি জানেন। তবে সকলকে নিশ্চিত করেন তেমন কোনও সম্ভাবনা নেই। তাঁর বয়স জনিত সমস্যায় ও শারীরিক পরিস্থিতির জন্য রুটিন শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেন ভুল খবর না ছড়ানোর জন্য।









































































































































