আর জি কর ধর্ষণ-খুনের মামলায় ৫৮ দিনের মাথায় চার্জশিট জমা CBI-এর

0
2

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট দিল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত সঞ্জয় রাইকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করে চার্জশিট (Charge sheet) তৈরি করা হয়েছে। সোমবারই এই চার্জশিট (Charge sheet) জমা পড়ছে। সেখানে সন্দীপ ঘোষ-অভিজিৎ ঘোষকে তদন্ত তথ্য-প্রমাণ লোপাটে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।  সিবিআই সূত্রে খবর, এই ধর্ষণ-খুনের ২০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন, আরজি কর কাণ্ডে ২১৩ পাতার প্রথম চার্জশিট জমা করা হয়েছে। ২১৩ পাতার চার্জশিটে ২০০ জন সাক্ষীর বয়ান রয়েছে। সেখানে সঞ্জয়কেই খুন-ধর্ষণে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এদিন শিয়ালদহে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী আধিকারিক। অন্যান্য মামলার ক্ষেত্রে ৯০ দিনের ভিতর চার্জশিট জমা দেওয়ার নিয়ম থাকলে খুন-ধর্ষণে ৬০দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। এক্ষেত্রে ৫৮দিনের মধ্যেই চার্জশিট দেয় সিবিআই।৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্যালের এমারজেন্সি বিল্ডিংয়ের চেস্ট মেডিসিন বিভাগে উদ্ধার হয় তরুণী চিকিৎসক-পড়ুয়ার চিকিৎসকের দেহ। তদন্তে নেমেই ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টের মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। তদন্তভার হাতে নিয়ে সঞ্জয় রাইকে হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই। এবার সিবিআইয়ের চার্জশিটেও সেই অভিযুক্তকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।