সরকারের কাছে দাবি মেটাতে নানা উপায়ে প্রতিবাদ দেখা বিরোধীরা। তাই বলে, ডেপুটি স্পিকার-সহ শাসকদলের বিধায়করা ঝাঁপ দেবেন বিধানসভা থেকে! শুক্রবার এই ঘটার সাক্ষী থাকল মহারাষ্ট্র বিধানসভা (Maharastra Assembly)। এদিন দুপুরে বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) নরহরি জিরওয়াল ও দুই আদিবাসী বিধায়ক বিধানসভা ভবনের চারতলা থেকে ঝাঁপ দেন। তবে, নিরাপত্তার জন্য পেতে রাখা জালে আটকে প্রাণ রক্ষা পায় তাঁদের। পুলিশ সূত্রে খবর, ঘটনায় বিক্ষোভকারীদের কেউই গুরুতর আহত হননি।
এদিন বিধানসভায় (Maharastra Assembly) অজিত পাওয়ার (Ajit Power) গোষ্ঠীর বিধায়ক তথা ডেপুটি স্পিকার জিরওয়াল ও অন্যান্যরা আদিবাসী কোটায় ধানগার সম্প্রদায়ের অন্তর্ভুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এই সময়েই আচমকা বারন্দা থেকে লাফ দেন তাঁরা। তবে, নিরাপত্তার জন্য রাখা জাল থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
সূত্রের খবর, আজই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিধায়কদের ফোন করে সরাসরি কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন।






 
 
 
 

Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































