প্যারিস অলিম্পিক্সের সময় নাকি বিনেশ ফোগাটকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফোন ধরেননি ভারতীয় কুস্তিগির। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন বিনেশ। প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি হওয়াতে টুর্নামেন্টে থেকে বাতিল করা হয়েছিল বিনেশ ফোগাটকে। সেই কঠিন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ভারতীয় তারকা কুস্তিগিরকে। কিন্তু তিনি ফোন ধরেননি। ঘটনার প্রায় দেড় মাস পর জানালেন বিনেশ নিজেই।

কুস্তি থেকে অবসর নিয়ে বিনেশ এখন রাজনীতির ময়দানে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন। বিনেশের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী ফোন করলেও আমি ধরিনি। ওই ফোন সরাসরি আমার কাছে আসেনি। ভারতের যে সব কর্তারা অলিম্পিক্সে গিয়েছিলেন, তাঁরাই জানান প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে চান। আমি কথা বলার জন্য তৈরি ছিলাম। কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়, আমার টিমের কেউ ফোনের সময় থাকতে পারবে না। বাইরের দু’জন ব্যক্তি থাকবেন। যাঁরা সোশ্যাল মিডিয়ার জন্য ফোনের কথাবার্তা রেকর্ড করবেন। নিজের আবেগ ও কঠোর পরিশ্রমকে সোশ্যাল মিডিয়াতে রসিকতার শিকার করতে চাইনি। তাই ফোন ধরতে অস্বীকার করি।

এরপর বিনেশ আরও বলেন, “ প্রধানমন্ত্রী যদি সত্যিই ক্রীড়াবিদদের ব্যাপারে ভাবতেন, তাহলে রেকর্ডিং ছাড়াই কথা বলতে রাজি হতেন। উনি হয়তো আন্দাজ করেছিলেন, আমাকে ফোন করলে গত দুটো বছরের প্রসঙ্গ উঠবে। তাই হয়তো আমার টিমের সদস্যদের রাখতে চাননি। তাহলে কথাবার্তার রেকর্ডিং সম্পাদনা করে সোশ্যাল মিডিয়াতে দিতে সুবিধা হত। অথচ আমার কাছে রেকর্ডিংয়ের কোনও সুযোগ ছিল না।“
আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ








































































































































