ভোটকুশলী থেকে দলনেতা! বিহারে পথ চলা শুরু প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ পার্টির

0
2

ঘোষণা করেছিলেন আগেই। দিনক্ষণও জানিয়ে দিয়েছিলেন। সেই মতো বুধবার গান্ধীজয়ন্তীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল ‘জন সুরাজ’। আগামী বিধানসভা নির্বাচনে বিহারের সমস্ত আসনে লড়াই করার ঘোষণাও করলেন পিকে।

২০২২ সালে গান্ধীজয়ন্তীর দিন থেকেই শুরু হয়েছিল ভোটকুশলী প্রশান্তের ‘জন সুরাজ’ উদ্যোগের প্রাথমিক পর্যায়ের যাত্রা। বিহারের বিভিন্ন গ্রামে ছোট ছোট সভা, মিছিল করেছিলেন পিকে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়গুলি নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই শুরু হয়েছিল এটি। আগামী বছরে বিধানসভা ভোট রয়েছে বিহারে। আসন্ন নির্বাচনে মুসলিম ও দলিত ভোটকে টার্গেট করে লড়াইয়ে নামবে জন সুরজ। এমনকি বিহারের প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানানো হয়েছে দলের তরফে। এদিন দলের আনুষ্ঠানিক সূচনা করে পাটনা থেকে প্রশান্ত কিশোর বলেন, ‘গত দু’বছর ধরেই রাজনীতির ময়দানে ছিল এই দল। কেবলমাত্র নির্বাচন কমিশনের অনুমোদন বাকি ছিল।’

আরও পড়ুন- চাপের মুখে জেলমুক্ত সোনম ওয়াংচু, জানালেন রাজঘাটে শ্রদ্ধা