আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ওই হাসপাতালগুলির অধ্যক্ষেরাই। অর্থাৎ, কোনও রাজনৈতিক নেতাকে আর কোনও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে দেখা যাবে না। সেই মতো মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানানো হল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন ওই কলেজের অধ্যক্ষ। সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট কলেজের এমএসভিপি।

এরা ছাড়াও রোগী কল্যাণ সমিতিতে একজন জনপ্রতিনিধি-সহ আরও ছয় সদস্য থাকবেন। তাদের মধ্যে অধ্যক্ষ মনোনীত বিভাগীয় প্রধান পদমর্যাদার দু’জন শিক্ষককে রাখা হচ্ছে। আর থাকবেন সংশ্লিষ্ট হাসপাতালে কর্মরত একজন করে সিনিয়র ও জুনিয়র ডাক্তার ও নার্সদের একজন প্রতিনিধি। জনপ্রতিনিধি হবেন সাধারণ সদস্য।
আরও পড়ুন- ‘অরাজনৈতিক’ মিছিলে সেলিম-সূর্যকান্ত-শুভঙ্কর, ‘রাস্তা দখল’-এ মদত কাদের!







































































































































