আজ নজর সুপ্রিম কোর্টে, শুনানি দেখে পরবর্তী পদক্ষেপ ডাক্তারদের

0
2

সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি আর জি কর (R G Kar Hospital) মামলার। এর আগে বারবার শুনানিতে কলকাতা পুলিশের তদন্ত চলাকালীন ভুল পথে তদন্ত ও প্রমাণ লোপাটের অভিযোগে বারবার সিবিআই তথা চিকিৎসকদের পক্ষের আইনজীবীরা তুলেছিলেন। অথচ সিবিআইয়ের হাতে আসা তথ্যই বলছে ময়নাতদন্ত থেকে চেস্ট মেডিসিন (Chest Medicine) বিভাগের পুণর্নিমার্ণে (reconstruction) সম্মতি ছিল জুনিয়র চিকিৎসকদেরও। এবার সোমবার সেই মামলায় কী পর্যবেক্ষণ জানান প্রধান বিচারপতির (Chief Justice) ডিভিশন বেঞ্চ, নজর সব পক্ষের।

আর জি কর মামলার শুনানি ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও রাজ্যের আবেদন মেনে সোমবার মামলার দিন বদল করা হয়। পরে মামলার সময় পিছিয়ে দুপুরে করা হয়। এই মামলার ২০ অগাস্ট প্রথম শুনানি হয়। দ্বিতীয় শুনানি গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court) হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি না থাকায় সেটি পিছিয়ে যায়। পরিবর্তে ১৭ তারিখ শুনানি হয়।

দুবার দিন পিছানো, একবার সময় পিছানোর পরে মামলার গতি সোমবার কোনদিকে তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকদের সংগঠন। শুনানির আগের রবিবার রাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করে চিকিৎসদের সংগঠন ও নাগরিক সমাজ। তবে শেষ শুনানিতে সিবিআইকে (CBI) পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষেই মত দিয়েছিলেন প্রধানবিচারপতি (Chief Justice)। এরপর সোমবার মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সকলের।