প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রী পরিষেবা। দাম দিয়ে টিকিট কেটে প্লেন সফরকালে খাবারের পাতে যদি আরশোলা মেলে তাহলে ঠিক কতটা বিরক্ত হতে পারেন যাত্রীরা। দিল্লি থেকে নিউইয়র্কগামী (Delhi to New York flught) বিমানে এই ঘটনাই ঘটেছে। এক যাত্রী অভিযোগ করেছেন যে তার খাবারে আরশোলা পাওয়া গেছে যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে দু বছরের শিশু। খবর জানাজানি হতেই রীতিমত হইচই পড়ে যায়। ব্লেডের পর খাবারে আরশোলা, ফের একবার প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার পরিষেবা। সূত্রের খবর গোটা বিষয়টি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সুয়েশসবন্ত নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেল কিছু ছবি ও ভিডিও পোস্ট করে গোটা ঘটনার সম্পর্কে জানানো হয়। দিল্লি থেকে নিউ ইয়র্ক যাওয়ার একটি বিমানে ওমলেট পরিবেশন করার সময় দেখা যায় খাবারে রয়েছে আরশোলা এবং সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে এক শিশু। ১৭ সেপ্টেম্বরের এই ঘটনা দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। চাপের মুখে সাফাই দিয়ে বিমান সংস্থা জানায়, খাবার পরিবেশনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া নামী ক্যাটারিং সংস্থার সঙ্গে যুক্ত, যারা বিশ্বব্যাপী অন্যান্য এয়ারলাইন্সেও সার্ভিস দেয়। সাধারণত খাবারের গুণগতমান পরীক্ষা করার পরই তা পরিবেশন করা হয়। এক্ষেত্রে কোথায় গাফিলতিতে খতিয়ে দেখা হবে। তবে এই প্রথম নয়, এর আগেও এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ এর আগেও উঠেছে। কিছুদিন আগেই এই বিমান সংস্থার দ্বারা পরিবেশিত খাবারে মেলে ব্লেড। বারবার কেন এই ধরণের ঘটনা ঘটছে তা নিয়ে কোন উত্তর দিতে পারেনি বিমান সংস্থা।
আরও পড়ুন- হাসপাতাল থেকে ছুটি, রবিতেই বাড়ি ফিরছেন মনোজ মিত্র!

আরও পড়ুন- গার্ডেনরিচে রিকশায় স্কুলছাত্রীকে যৌ.ন নি.গ্রহ! CCTV-র ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত











































































































































