পুজোর আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra)। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বুকে ব্যথা নিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় স্বনামধন্য এই নাট্যব্যক্তিত্বকে। তারপর থেকেই উদ্বেগে ছিল তাঁর পরিবার এবং অনুরাগীরা। সূত্রের খবর শ্বাসকষ্টের সমস্যা কাটিয়ে আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেতা। শনিবারই তাঁকে ছেড়ে দেওয়ার কথা হয়েছিল কিন্তু কাগজপত্র সংক্রান্ত জটিলতা থাকায় সেটা হয়নি। রবিবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে মনে করা হচ্ছে।

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক ও কর্মীদের সঙ্গে গত কয়েকদিন স্বাভাবিকভাবেই কথা বলেছেন মনোজ মিত্র। তবে বার্ধক্যজনিত কারণে অভিনেতার কিডনি ও হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। যদিও আগের থেকে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু বেশিদিন তাঁকে হাসপাতালে রাখলে অন্যান্য রোগী দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। তাই পর্দার ‘বাঞ্ছারাম’ একটু সুস্থ হতেই তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।











































































































































