বর্তমানে তার বয়স ৮৮ বছর। মৃত্যুদণ্ড পেয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় কারাগারে থাকা ব্যক্তি ৪৬ বছর পর জেল থেকে বেরোলেন নির্দোষ ঘোষণা শুনে। কোনও দোষ না করেই নিজের জীবনের প্রায় সাড়ে চার দশক দীর্ঘসময় কাটলো কারাগারে। জাপানের বাসিন্দা, প্রাক্তন বক্সার ইওয়াও হাকামাদা ১৯৬৮ সালে তাঁর বস, বসের স্ত্রী এবং তাদের দুই সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হন। সে সময় এই ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল।
হাকামাদা ধারাবাহিকভাবে নিজেকে নির্দোষ দাবি করে এসেছিলেন। তার দাবি ছিল, তদন্তকারীরা তাকে দোষ স্বীকার করতে বাধ্য করেছে। জাপানের ইতিহাসে হাকামাদার মামলাটি বিতর্কিত একটি আইনি লড়াই হিসাবে চিহ্নিত। ১৯৮০ সালে জাপানের সুপ্রিম কোর্টে হাকামাদাকে দোষী ঘোষণা করা এক বিচারক ২০০৮ সালে বলেছিলেন যে হাকামাদা নির্দোষ এবং তাঁর পুনর্বিচারের দাবি করেছিলেন। এরপর ২০১৪ সালে কোর্ট হাকামাদাকে মুক্তি দেয় এবং একটি পুনর্বিচার মঞ্জুর করে। অবশেষে, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ শিজুকা জেলা আদালত হাকামাদাকে বেকসুর খালাস দেয়। এই আইনি লড়াইে তাঁর জীবন থেকে কেড়ে নিল ৪৬টি বছর।
বিচার ঘোষণার সময় বিচারক হাকামাদার ওপর হওয়া গভীর অবিচারের কথা সকলের সামনে তুলে ধরেন। কোর্ট জানায়, তদন্তকারীরা জামাকাপড়ে রক্ত লাগিয়ে জালিয়াতি করেছে। নতুন ডিএনএ পরীক্ষার করে জানা গিয়েছে প্রমাণ হিসাবে ব্যবহৃত পোশাকের রক্ত হাকামাদার রক্তের DNA-র সাথে মেলে নি। অমানবিক মানসিক ও শারীরিক যন্ত্রণা দিয়ে হাকামাদার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল সে সময়। এই ঘটনা সামনে আসতেই জাপানের বিচারব্যবস্থা বিশ্ব জুড়ে সমালোচিত হয়েছে।
আরও পড়ুন- এবার আইপিএল খেললে আরও টাকা পকেটে পুড়বে ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহর