রাজ্য সরকার পুজোর আগে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ওই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী, হিসাব রক্ষক, ডেটা ম্যানেজারদের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে। অভিজ্ঞতা নিরিখে নতুন বেতন হার স্থির করা হয়েছে।

জানা গেছে, রুপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক হিসাব রক্ষকেরা এতদিন ১৫ হাজার টাকা করে বেতন পেতেন। এবার তা বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন যথাক্রমে ১১ হাজার ও ১২ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। হিসাব রক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের হারও বাড়ানো হচ্ছে। নিয়োগের পর প্রথম পাঁচ বছর হিসাবরক্ষকদের বাৎসরিক ৮০০ টাকা হারে বেতন বাড়বে। ৫ বছর পর বেতন হবে ২৬ হাজার, ১০ বছর পর বেতন হবে ৩২ হাজার এবং ১৫ বছর পর বেতন হবে ৪০ হাজার টাকা। তার পর থেকে বছরে ১২০০ টাকা করে বেতন বৃদ্ধি হবে। ডেটা ম্যানেজারদের ক্ষেত্রে ৫ বছর পর বেতন বৃদ্ধি হবে ২০ হাজার টাকা। ১০ বছর পর ২৫ হাজার টাকা এবং ১৫ বছর পর ৩১ হাজার টাকা। সে সময় তাদের প্রতি বছর এক হাজার টাকা করে বেতন বৃদ্ধির হার ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন- সাগর দত্তে স্বাস্থ্যসচিব, নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা









































































































































