CPIM-এর সাধারণ সম্পাদক পদে থাকাকালীন মৃত্যু হয়েছে সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri)। এর আগে একমাত্র অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে অজয় ঘোষ দলের সাধারণ সম্পাদক থাকার সময় মারা গিয়েছিলেন। তার পরে আর সিপিএমের কোনও সাধারণ সম্পাদক পদে থাকাকালীন কারও মৃত্যু হয়নি। ফলে সাধারণ সম্পাদকের মৃত্যু হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দলীয় সংবিধানে কোনও নিয়ম নেই। এবার নেতৃত্ব কে সামলাবেন- তা নিয়ে চিন্তায় পলিটব্যুরো।
মাদুরাইয়ে সামনে বছর এপ্রিলে CPIM-র পার্টি কংগ্রেস। তত দিন পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাউকে নিয়োগ করা হবে কি না, সিপিএমের পলিটব্যুরোয় চিন্তা ভাবনা চলছে।কারণ, এই রকম কোনও ব্যবস্থা দলীয় সংবিধানে নেই। দিল্লিতে পলিটব্যুরোয় এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সূত্রের খবর, দিল্লিতে কর্মরত পলিটব্যুরো সদস্যরাই সম্মিলিত ভাবে নেতৃত্ব দেবেন। সকলের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত (Prakash Karat)।
প্রকাশের (Prakash Karat) সাধারণ সম্পাদক হতে বাধা কোথায়? বাধা সিপিআইএমের সংবিধানে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, তিনদফার পরে সাধারণ সম্পাদক হতে পারেন না। এর আগে তিন দফায় দলের সাধারণ সম্পাদক ছিলেন কারাত। যদিও মানিক সরকার ও কেরালার নেতাদের মতে, প্রকাশের অভিজ্ঞতার জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। মাদুরাই পার্টি কংগ্রেসের জন্য সিপিএম এ বার গত পার্টি কংগ্রেসের রাজনৈতিক রণকৌশলের পর্যালোচনা নিয়ে পৃথক দলিল তৈরি করবে। ইতিমধ্যেই পলিটব্যুরোয় নিয়ে আলোচনাও শুরু হয়েছে।













Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































