সারা বর্ষা যারা বাংলাদেশের ইলিশের (Hilsa) স্বাদ নেওয়ার অপেক্ষা করেছেন তাঁদের অপেক্ষার অবসান শুক্রবারের বাজারেই হতে চলেছে। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ পেট্রাপোল (Petrapole) সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল এবছরের প্রথম ইলিশ ভর্তি বাংলাদেশের ট্রাক। একদিকে মাছের স্বাদ নিতে পেরে যেমন চোখ চকচক করছে বাঙালির, তেমনই ভারতে ব্যবসা করতে পেরে খুশি বাংলাদেশের ব্যবসায়ীরাও।

বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর পেরিয়ে পেট্রাপোলে ইলিশ বোঝাই ট্রাক পৌঁছাতেই যেন বিয়েবাড়ির বর দেখার শখ মিটল বাঙালির। অন্তর্বর্তী সরকার গঠনের পরে বাংলাদেশ (Bangladesh) ঘোষণাই করে দিয়েছিল তাদের দেশের চাহিদা পূরণ না করে বাংলাদেশে এবছর ইলিশ রপ্তানি হবেই না। পরে তাতে আরও সংযোজন করে ভারতে ইলিশ রপ্তানিতেই নিষেধাজ্ঞা জারি হয়। তবে ব্যবসা বড় দায়। ভারতের মতো ইলিশের বাজার ধরতে না পারলে বাংলাদেশেরই যে আর্থিক ক্ষতি তা বুঝেই ফের রপ্তানিতে ছাড় দেওয়া হয়।

সেই মতো বৃহস্পতিবার প্রথম ইলিশের কনসাইমেন্ট (consignment) পৌঁছালো ভারতে। মোট ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ পৌঁছালো। কোনও গাড়িতে ১৩৭ বাক্স, কোনওটিতে ১৭২ বাক্স ইলিশ নিয়ে প্রতিবেশী দেশের ট্রাকচালকরা বনগাঁ (Bangaon) সীমান্ত পেরোন। বাংলাদেশের ৪৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবছর ইলিশ সরবরাহ করছে।

তবে দাম যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য। ভারতীয় মুদ্রার ১,১৯০ টাকা কেজি দরে ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ। ভারতের বিশেষত কলকাতার বাজারে তার দাম আরও বাড়বে। মূলত ঢাকা (Dhaka), রবিশাল, পটুয়াখালি, খেউপাড়া এলাকা থেকে প্রথম দফার ইলিশ এসে পৌঁছায়। ভারত মোট ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ এবছর বাংলাদেশ থেকে পাবে। কাজেই পুজোর মাত্র কয়েক দিন আগে সেই আমদানি শুরু হওয়ায় পুজোর বাজারেও যে ইলিশের যোগান থাকবে তা বলাই বাহুল্য।











































































































































